মিতালি রাজের পঞ্চাশ, ভারতের সহজ জয়

GettyImages-1060229676.jpg
GettyImages-1060229676.jpg

কিন্তু করলে হবে কী, ভারত সাত উইকেটে অনায়াসে জিতে যায়। ৪৭ বলে ৫৬ করে অপরাজিত থাকেন মিতালি রাজ।

IND v PAK: Pakistan innings highlights

টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে ভারত টসে জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান ঝপ্‌ করে দশ রানের মধ্যে দু'উইকেট হারায়। ততক্ষণ অবধি ভারতীয়রা দুর্দান্ত ফিল্ডিং করছিলেন। কিন্তু পরে তাঁরা অন্ততঃ পাঁচটা ক্যাচ ফেলেন, তা সে ভারত-পাকিস্তান ম্যাচের চাপের জন্যই হোক বা অন্য কোনও কারণে।

এর সুযোগ নিয়ে মারূফ ৪৯ বলে ৫৩ করেন আর দার ৩৫ বলে ৫২। দু'জনের জুটিতে ওঠে ৯৪ রান। শেষের দিকে ভারত অনেকটা গুছিয়ে নেই। শেষ অবধি পাকিস্তান করে ৭ উইকেটে ১৩৩।

IND v PAK: India innings highlights

নিয়ম ভেঙে পিচের মাঝখান দিয়ে দৌড়নোর ফলে পাকিস্তানকে দু’বার ৫ রান করে জরিমানা দিতে হয়। এর ফলে ভারত ইনিংস শুরু করার আগেই তাদের স্কোর হয় বিনা উইকেটে ১০। অভিজ্ঞ মিতালি ইনিংসের দায়িত্ব নেওয়ায় ভারতের ওপর কোনও চাপ পড়েনি। মিতালি ও স্মৃতি মন্ধানার প্রথম উইকেটের জুটিতে ওঠে ৭৩, মাত্র ৯.৩ ওভারে। তারপর তো শুধু মাথা ঠাণ্ডা রাখার পালা!

ভারত দুটো ম্যাচ খেলে দুটোই জিতেছে, কিন্তু পাকিস্তান এখনও অবধি একটাও ম্যাচ জেতেনি। ভারতের পরের খেলা আয়রল্যান্ডের সঙ্গে, বৃহস্পতিবার।

ICC Women's Cricket World Cup, 2025