হরমনপ্রীত কওরের চোখধাঁধানো শতরানে টুর্নামেন্ট শুরু
ইনিংস চলাকালীন কওরের ক্র্যাম্প ধরে, কিন্তু তাতে বিশেষ হেলদোল হয়নি। যাবতীয় চাপ সামলে তিনি বিশ্ব টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করেন। গায়না ন্যাশনাল স্টেডিয়মে ভারত ৫ উইকেট হারিয়ে ১৯৪ করে। এরপর তাদের জিততে বিশেষ অসুবিধে হয়নি।
NZ v IND: Taniya Bhatia falls to Lea Tahuhu
ভারত টস জিতে প্রথমে ব্যাট করে। চট্জলদি রান তোলার জন্য স্মৃতি মন্ধানার সঙ্গে তারা তানিয়া ভাটিয়াকে ব্যাট করতে পাঠায়, কিন্তু লিয় তাহুহুর গতির সামনে তারা শুরুতেই বিপদে পড়ে। পাওয়ারপ্লে ওভারে তারা তিন উইকেট হারায়। এর মধ্যে স্মৃতি মন্ধানার উইকেট উল্লেখযোগ্য: সীমানার ধারে হেলি জেনসেন অবিশ্বাস্য ক্যাচ ধরেন।
এই পরিস্থিতিতে কওর এসে জেমাইমা রড্রিগজের সঙ্গে জুটি বাঁধেন। কওর থিতু হতে খানিকটা সময় নেন, কিন্তু রড্রিগজের দৌলতে রানের গতিতে ভাঁটা পড়েনি। তারপর কওর যখন হাত খোলেন, নিউজিল্যান্ডের ওপর চার-ছয় স্রোতের মত আছড়ে পড়ে।
NZ v IND: India innings highlights
রড্রিগজ আর কওর ৭৬ বলে ১৩৪ রান যোগ করেন। আন্তর্জাতিক টি-২০র ইতিহাসে ভারতের এটা সবথেকে বড় জুটি। রড্রিগজ ৫৯ করতে নেন ৪৫ বল। তিনি সাতটা চার মারেন। ততক্ষণে কওর ঝড়ের গতিতে শতরানের দিকে ধেয়ে চলেছেন।
কওর শতরান পূর্ণ করেন স্কোয়্যার-লেগের পেছনে দু’রান নিয়ে। তিনি শেষ অবধি ৫১ বলে ১০৩ করেন। এতে ছয় ছিল আটটা, যার একটা গ্যালারিতে গিয়ে পড়ে।
নিউজিল্যান্ড ১৯৫-এর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। তাদের আক্রমণকে নেতৃত্ব দেন সুজি বেটস। বেটস যতক্ষণ ছিলেন, তাঁর ভয়ংকর মারের ফলে নিউজিল্যান্ডের আস্কিং রেট বিপদসীমা ছাড়াতে পারেনি।
NZ v IND: Devine spoons a catch to Kaur
নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ৬.২ ওভারে ৫২ রান তোলে। তারপর দয়ালন হেমলতা প্রথম উইকেট পান। এটি হেমলতার প্রথম ম্যাচ। এরপর পূনম যাদব সোফি ডেভাইনের উইকেট নেন। পরপর দুটো উইকেট হারিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে।
ভারতীয় স্পিনারদের সাঁড়াশি আক্রমণের ফলে নিউজিল্যান্ড এরপর আর রানের গতি বাড়াতে পারেনি। পূনমের লেগস্পিন আর হেমলতার অফস্পিনের সামনে তারা পরপর উইকেট হারাতে থাকে। কেটি মার্টিন আর লী ক্যাস্পেরেক খানিকটা লড়েন ঠিকই, কিন্তু তাতে নিউজিল্যান্ডের বিপদ কাটেনি। ন’উইকেট খুইয়ে তারা টেনেটুনে ১৬০ করে।